Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

কেনিয়ায় পুলিশের গুলিতে বিক্ষোভকারী নিহত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 কেনিয়ায় পুনর্নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশের গুলিতে এক কিশোর বিক্ষোভকারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সড়ক অবরোধ করে বিভিন্ন স্থানে আগুন দিয়েছে বিরোধী দলীয় নেতা ওদিঙ্গার সমর্থকরা। রক্তাক্ত সংঘর্ষও হয়েছে বেশ কিছু জায়গায়। গত ৮ আগস্ট দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে উহুরু কেনিয়াত্তা বিজয়ী হন। তবে ভোটে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তা বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট। দেশটির নির্বাচন কমিশনের মতামতে ২৬ আগস্ট পুনরায় ভোট অনুতি হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল পাঁচটায়। দেশটিতে ১ কোটি ৯০ লাখ ভোটার রয়েছে। অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেন বিরোধী দলীয় নেতা ওদিঙ্গা। এরপর নির্বাচনকে ঘিরে আন্দোলনের নামেন তার সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই নিহত হন এক কিশোর। শনিবার পর্যন্ত ভোট স্থগিত করেছে দেশটির নির্বাচন কমিশন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ