Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কেনেডি হত্যা : ২ হাজার ৮শ’ গোপন নথি উন্মোচনের আদেশ ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ.কেনেডি হত্যাকান্ডের সঙ্গে সংশ্লিষ্ট ২,৮০০ টি গোপন নথি উন্মোচনের আদেশ দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার তিনি এ আদেশ দেন। তবে অবশিষ্ট সব নথিই প্রকাশ করার কথা থাকলেও শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর চাপে কিছু নথি অপ্রকাশিত রাখেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, কোনও নথি এখনও গোপন রাখা প্রয়োজন কিনা তা নিয়ে পর্যালোচনা করছে সংস্থাগুলো। ছয় মাসের পর্যালোচনা শেষে ধারাবাহিকভাবে নথিগুলো প্রকাশ করা হবে। ১৯৬৩ সালে গুপ্তঘাতকের গুলিতে প্রাণ হারান তখনকার মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। জাতীয় আর্কাইভে ওই হত্যা সংক্রান্ত তিন হাজারের বেশি নথি আছে যা আগে কখনও প্রকাশ করা হয়নি। আর ৩০ হাজারের বেশি নথি আগে প্রকাশ করা হয়েছে তবে কাটছাঁট বা সম্পাদনা করে। ১৯৯২ সালে মার্কিন কংগ্রেস রায় দিয়েছিল কেনেডি হত্যাকান্ডের সব নথি ২৫ বছরের মধ্যে অর্থাৎ ২০১৭ সালের ২৬ অক্টোবরের মধ্যে উন্মুক্ত করে দিতে হবে। তবে কংগ্রেস সিদ্ধান্ত দিয়েছিল, প্রেসিডেন্ট যদি সিদ্ধান্ত নেন যে এসব নথি উন্মুক্ত করে দিলে তা জাতীয় নিরাপত্তা বিঘিœত করবে, তবে তিনি এগুলো উন্মুক্ত না করার সিদ্ধান্ত নিতে পারেন। কংগ্রেসের নির্দেশনা মেনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসের এই নথিপত্রগুলো চলতি বছরে উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়। গত শনিবার ট্রাম্প ঘোষণা দেন তিনি নথিগুলো প্রকাশ করবেন। তবে সময়সীমা কাছাকাছি চলে আসার পর ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় ১৮০ দিন ধরে ধীরে ধীরে নথিগুলো প্রকাশ করার। এ সময়ের মধ্যে সরকারি সংস্থাগুলো পর্যালোচনা করবে কোনও ডকুমেন্ট অপ্রকাশিত অবস্থায় রেখে দেওয়া দরকার কিনা। ট্রাম্পের আদেশের পর পরই বৃহস্পতিবার সন্ধ্যায় ২৮০০-রও বেশি নথি ন্যাশনাল আর্কাইভের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ২০১৮ সালের ২৬ এপ্রিল পর্যন্ত পর্যালোচনা শেষে বাকি নথিগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ