Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ভর্তি জালিয়াতির অভিযোগে চবি ছাত্রলীগ নেতা আটক

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১:১৩ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালটির ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহমেদ সৌরভকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে ৫টি ইলেক্ট্রনিক ডিভাইসসহ ওই ছাত্রলীগ নেতাকে আটক করে।

সৌরভ চবি ছাত্রলীগের সহ-সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র।

পাঁচলাইশ থানার ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, ভর্তি জালিয়াতির অভিযোগে সৌরভসহ কয়েকজনের উপর পুলিশ বেশ কয়েকদিন ধরে নজরদারি চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ৫টি ইলেক্ট্রনিক ডিভাইসসহ সৌরভকে আটক করা হয়। তার অপর সহযোগীদের ধরতে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন