নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলেও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার দুপুরে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা যুবদল।
সকালে টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকে নেতাকর্মীরা। পরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হলে পথিমধ্যে পুলিশ বাঁধা দেয়।
পুলিশই বাঁধার মুখে বিএনপি দলীয় কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে পালিত হয় জেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক-দলের নেতাকর্মীরা।