Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অ্যাশেজকে যুদ্ধ মানতে নারাজ ব্রড

| প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : যে লড়াইয়ের আড়ালে লুকিয়ে থাকে ইতিহাস, ঐতিহ্য আর অহম সেটাকে তো যুদ্ধ বলাই যায়। কিন্তু ঐতিহ্যের সেই অ্যাশেজ সিরিজকে ‘যুদ্ধ’ বলতে নারাজ ইংল্যান্ড ক্রিকেট দলের পেসার স্টুয়ার্ট ব্রড। আসন্ন অ্যাশেজকে ‘যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার । তার জবাবে ব্রড বলেন, ‘আমি তাদের কথাকে উপেক্ষা করছি না। তবে এটি ক্রিকেট খেলা, যুদ্ধ নয়।’
আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে অ্যাশেজের লড়াই। তার আগে দু’পক্ষের কথার লড়াইটা জমে উঠতে শুরু করেছে। ইতোমধ্যে এ নিয়ে কথা বলেছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। কেউ আসন্ন অ্যাশেজ নিয়ে করছেন ভবিষ্যদ্বানী, আবার কেউই নিজেদের সাথে তুলনাও করছেন। এর মাঝে আসন্ন অ্যাশেজকে যুদ্ধ বলে ঘোষণা করেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ওয়ার্নার। তিনি বলেন, ‘খুব শিগগিরই যুদ্ধের ময়দানে নামতে হচ্ছে।’
ওয়ার্নার এমন কথার পাল্টা জবাব নেন ইংল্যান্ডের ডান-হাতি পেসার ব্রড। দ্য ডেইলি টেলিগ্রাফকে তিনি বলেন, ‘এটিকে যুদ্ধ বলা হচ্ছে। কিন্তু আমার কাছে তা মনে হয় না। এটি ক্রিকেট লড়াই। যুদ্ধ নয়।’
ইতোমধ্যেই ইংল্যান্ডের অনভিজ্ঞ ব্যাটিং লাইন-আপকে টার্গেটের কথা বলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিভেন স্মিথ। অলরাউন্ডার বেন স্টোকসের অনুপস্থিতিতে ইংল্যান্ডের মিডল-অর্ডারের দায়িত্ব নিতে হবে মার্ক স্টোনম্যান, জেমস ভিন্স ও ডেভিড মালানকে। ইংলিশদের হয়ে স্টোনম্যান ৩টি, ভিন্স ৭টি ও মালান ৫টি টেস্ট খেলেছেন।
এ ব্যাপারে ব্রড বলন, ‘যখন তুমি অস্ট্রেলিয়ায় যাবে, তখন নিখাদ বিশ্বাস থাকতে হবে তোমার দলের উপর। যাতে তুমি জিততে পারো। আমি সেটাই বিশ্বাস করছি, আমরা জিততে পারি।’ তিনি আরও বলেন, ‘২০১১ সালে স্ট্রসের নেতৃত্বাধীন এক নম্বরে থাকা দলটি অনেক বেশি দক্ষ, শৃঙ্খলবদ্ধ দল ছিলো। আমি সেই দলে খেলেছি। আর এই দলটি এখন অনেক বেশি রোমাঞ্চকর। মঈন-বেয়ার’শরা কি করতে পারে তা জানা নেই। আমরা যেকোন জায়গায় জিততে পারি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ