Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএল- পঞ্চম আসরকে ঘিরে কড়াকড়ি

| প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বিপিএলের আগের চার আসরের আয়োজন নিয়ে কম-বেশি বিতর্ক রয়েছে। আসন্ন পঞ্চম আসরে সেই বিতর্ক ঝেড়ে ফেলতে ইতোমধ্যে আঁটসাঁট হয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল শুরুর যখন মাত্র কয়েকদিন বাকি, তখন আরও কড়া কিছু নির্দেশনা দিয়ে সফল একটি বিপিএল আয়োজনেরই ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
এরই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া পরশু এক সমন্বয় সভায় এসব নির্দেশনা মিডিয়ার সামনে উপস্থাপন করেন। সভায় বিসিবি ও বিপিএলে অংশগ্রহণকারী দলগুলোর কর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, বিপিএলে যেসব হোটেল ব্যবহৃত হবে সেগুলোর কোনোটায়ই থাকবে না ডিজে পার্টির অস্তিÍত্ত¡। হোটেলগুলোতে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, থাকবে সিসি ক্যামেরা। এছাড়াও থাকবে আর্চওয়ে, লাগেজ স্ক্যানারসহ মেটাল ডিটেক্টরের ব্যবস্থা।
সভায় ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড় ও সমর্থকদের উদ্দেশ্যে কী কী করণীয় এবং কী কী বর্জনীয় সে সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়। এ সময় বলা হয়, সুষ্ঠ ও সফল বিপিএল আয়োজনের স্বার্থেই এবার একটু বেশি কড়াকড়ি রাখা হয়েছে বিপিএল আয়োজনে।
খেলার প্রাণ খেলোয়াড়রা, আর খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করেন ফ্র্যাঞ্চাইজিরাই। সভায় ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সমন্বয় করে সব ফ্রাঞ্চাইজিদের কাজ করতে হবে। খেলা চলাকলীন সময় টিম হোটেলে বহিরাগত গেস্ট খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে হোটেলের রুমে যেতে পারবেন না। প্রয়োজনে হোটেল লবিতে দেখা করতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘বিপিএল চলাকালীন সময়ে দলগুলোর কর্মী বা সমর্থকরা কোনোভাবে মাঠে শোডাউন করতে পারবে না। টিকিট ছাড়া কোনো লোক স্টেডিয়ামে প্রবেশ করতে যেন না পারে সেজন্য বিসিবিকে লক্ষ্য রাখতে হবে। সিট প্ল্যানিং অনুযায়ী দর্শকদের নিজ নিজ আসনে বসতে হবে। নিজ আসন ছাড়া অন্য জায়গায় বসা যাবে না। এতে শৃঙ্খলা নিশ্চিত থাকবে।’
আগামী ৪ নভেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর। -বিডিক্রিকটাইম.কম

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ