Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াসিরের শতক, হাসি ধরে রাখল ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সিরিজ জুড়েই বোলারদের পারফর্ম্যান্স ছিল দুর্দান্ত। সেই সাথে এদিন যোগ হয় ইয়াসির আলী চৌধুরীর হার না মানা সেঞ্চুরি ইনিংস। ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলও পেয়েছে ৭৬ রানের বড় জয়। আগেই সিরিজ নিশ্চিত করায় ব্যবধান এখন ৪-০। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছিল।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রানের বড় সংগ্রহ গড়ে নাজমুল হোসেন শান্তরা। ১০১ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১০২ রান করে অপরাজিত থাকেন ইয়াসির। ওপেনার সাদমান ইসলাম করেন ১০৩ বলে ৬৮। ২টি করে উইকেট নেন ম্যাকার্থি ও গেটক্যাট।
জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৩.৪ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় আইরিশরা। আবু হায়দার নেন ৩ উইকেট, ২টি করে ইমরান আলী ও সানজামুল ইসলাম। সফরকারী দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন টেক্টর।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ : ৫০ ওভারে ২৮৬/৬ (এনামুল ১৩, সাদমান ৬৮, শান্ত ২৬, ইয়াসির ১০২*, আল-আমিন ২০, তানবীর ২৬, জাকির ১৩, সানজামুল ০*; ম্যাককার্থি ২/৪৫, স্মিথ ০/৩২, সিমি ১/৫২, গেটক্যাক ২/৬৩, মাল্ডার ০/৩৮, ডকরেল ১/৪৫)।
আয়ারল্যান্ড ‘এ’ : ৪৩.৪ ওভারে ২১০ (টেক্টর ৬৬, টেরি ৩, বালবার্নি ৪, অ্যান্ডারসন ৪৫, সিমি ৫, টাকার ১১, গেটকেক ১৮, ডকরেল ৪, ম্যাককার্থি ২৭, মাল্ডার ১৩*, স্মিথ ৩; আবু হায়দার ৩/৩৮, এনাম ২/৪৬, মেহেদি ১/৩৬, সানজামুল ২/২৮, তানবীর ১/৪৬, আল-আমিন ০/১২)।
ফল : বাংলাদেশ ‘এ’ ৭৬ রানে জয়ী
সিরিজ : ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ‘এ’ ৪-০তে জয়ী
ম্যাচ সেরা : ইয়াসির আলী চৌধুরী
সিরিজ সেরা : তানবীর হায়দার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ