Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাডমিন্টনের টিউটর কোর্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল দিনব্যাপি ‘শাটল টাইম বাংলাদেশ টিউটর কোর্স’ খুলনা জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই কোর্সে বিভিন্ন স্কুলের প্রায় ৩১ জন শিক্ষক ও ৬০ জন বালক-বালিকা অংশ নেন। কোর্সটি পরিচালনা করেন তারকা শাটলার ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান। ‘শাটল টাইম বাংলাদেশ টিউটর কোর্স’ এর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আমিন- উল আহসান। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, ব্যাডমিন্টন ফেডারেশনের কোষাধ্যক্ষ কাজী নূর মোহাম্মদ, ব্যাডমিন্টন প্রশিক্ষক মাসুদুর রহমান বাপি সহ অন্যান্য কর্মকতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ