Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শি জিনপিংকে ট্রাম্প-মোদি কিম উনের অভিনন্দন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর কোরিয়ার নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তার নতুন নেতৃত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন। দ্বিতীয়বারের মতো চীনের কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরই এ অভিনন্দন জানান তারা। এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, জিনপিংকে তার অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং দুদেশের ব্যবসা-বাণিজ্য নিয়ে তার সঙ্গে কথা বলেছি। অপর এক টুইট বার্তায় ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সিপিসির প্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় জিনপিংকে অভিনন্দন জানাচ্ছি। আমরা ভারত-চীন সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাব। গত মাসে ব্রিকসের ৯ম সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন জিনপিং এবং মোদি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, চীনের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা পাওয়ার পর কিম শি জিনপিংকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কিম জন উন। রয়টার্স,এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ