মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তাজমহলের সামনে ঝাড়ু হাতে স্বচ্ছ অভিযানে অংশ নিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের পর্যটন বুকলেটে তাজমহলকে অন্তর্ভুক্ত না করায় বেশকিছুদিন বিতর্ক চলছে। সমালোচনার মুখে পড়েছেন আদিত্যনাথ। তবে এর মাঝেই পৃথিবীর অন্যতম এই সপ্তাশ্চর্য দর্শনে গিয়ে রাস্তা পরিষ্কারে হাতে তুলে নিয়েছেন ঝাড়ু। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়। প্রতিবেদনে বলা হয়, স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে তাজমহল যান আদিত্যনাথ। তাজমহলের পশ্চিম গেটের সামনে ঝাড়– হাতে তার সঙ্গে থাকেন আরও ৫০০ জন। এছাড়া মুঘল সম্রাট শাহজাহানের সমাধির সামনেও কিছু সময় কাটান তিনি। অভিযোগ উঠেছে, তাজমহল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা ধামাচাপা দিতেই যোগী সেখানে যান। বিজেপির কোনও মুখ্যমন্ত্রীই তাজমহলে সফরে যাননি। উত্তরপ্রদেশের পর্যটন বুকলেটে তাজমহলের নাম না থাকা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার। সমালোচনা কাটাতে এক বিবৃতি দেন আদিত্যনাথ। জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।