Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে এমপির গাড়িতে বোমায় দেহরক্ষী নিহত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইউক্রেনের কিয়েভে দেশটির একজন এমপির গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে তার দেহরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন এমপি আইহর মশিউকসহ আরও দুইজন। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলীয় ওই নেতাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। দলটির নেতা ওলেহ লিয়াসকো তার দেহরক্ষী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক জোরইয়ান শিরিয়াক বলেন, তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। একটি মোটরসাইকেল দিয়ে এই হামলা চালানো হয়। তিনি আরো বলেন, সবমিলে এই ঘটনায় চারজন আহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন একজন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ