Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের মানুষের ও আমার পরিবারের ভাগ্য এক সূত্রে গাঁথা হয়ে গেছে- খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৭, ১:৫২ পিএম | আপডেট : ৪:৩৬ পিএম, ২৬ অক্টোবর, ২০১৭

দেশের মানুষ ও আমার পরিবারের ভাগ্য এক সূত্রে গাঁথা হয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার আদালতে দেয়া জবানবন্দীতে তিনি একথা বলেন।
খালেদা জিয়া বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাকে রাজপথে নামতে হয়েছিলো। বরাবরই প্রমাণ হয়েছে বাংলাদেশ ও এ দেশের জনগণের ভাগ্যের সঙ্গে আমার নিজের এবং আমার পরিবারের ভাগ্য এক সূত্রে গাঁথা হয়ে গেছে। আমার নাগরিক অধিকার হরণ করা হয়েছে বারবার। আমার বিরুদ্ধে অব্যাহতভাবে অসত্য ও কুৎসিত অপপ্রচার চালানো হয়েছে।
মাননীয় আদালত, আমি যত সামান্য মানুষই হই না কেন, আমার প্রতি বর্তমান শাসকমহলের আচরণের কারণ, পটভূমি ও প্রেক্ষাপটের ব্যপ্তি কিন্তু সামান্য নয়। দেশ ও জাতির দুর্দশা থেকে এটিকে আলাদা করে দেখা যাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ