পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ৩০ অক্টোবর কক্সবাজারের চারটি ক্যাম্পে যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেখানে তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শনের পাশাপাশি কথা বলবেন নির্যাতিত রোহিঙ্গাদের সাথে। গতকাল (বুধবার) চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির এতথ্য জানান। তিনি বলেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ওইদিন সকাল ১০টায় তিনি গুলশান থেকে রওয়ানা হয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাবেন। দুপুরে ফেনীতে যাত্রবিরতি দিয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। পরদিন কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন এবং কক্সবাজারে রাত্রিযাপন করে ৩০ অক্টোবর বালুখালী-১, বালুখালী-২, বোয়ালমারা ও জামতলী এই চারটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। পরদিন তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার থেকে রওয়ানা হবেন। যাত্রাপথে বিএনপি চেয়ারপারসন কোন পথসভা না করলেও পুরো পথেই দলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে স্বাগত ও বিদায় জানাবেন বলে বিএনপি সূত্রে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।