পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ এলাকায় (কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্রগ্রাম) জেলাসহ তিন পার্বত্য জেলায় বিয়ে নিবন্ধনে আরও সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব জি এম নাজমুছ শাহাদাৎ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মেয়েদের সঙ্গে বাংলাদেশি ছেলেদের বিয়ে বেড়ে যাওয়ায় এ নির্দেশনা দিল আইন মন্ত্রনালয়। এতে আরো বিলা হয়, বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে বর ও কনে দুজনেই বাংলাদেশের নাগরিক কিনা- জাতীয় পরিচয়পত্র দেখে তা নিশ্চিত করতে হবে কাজী বা নিকাহ রেজিস্ট্রারদের। এ ক্ষেত্রে গাফিলতি হলে দায়ী নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে আদেশে।
মিয়ানমারে সেনা অভিযানের কারণে গত দুই মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় আশ্রয় নিয়েছে। তাদের একটি বড় অংশ নারী ও শিশু। এর বাইরে আরও চার লাখ রোহিঙ্গা গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। বিভিন্ন সময়ে তাদের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার খবর এসেছে, অনেকে বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে ধরাও পড়েছেন। আইনমন্ত্রী আনিসুল হক এর আগে বলেছিলেন, রোহিঙ্গাদের বাংলাদেশি দেখিয়ে বিয়ে নিবন্ধন অবৈধ এবং তা করা হলে কাজীকে শাস্তি পেতে হবে। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, বাংলাদেশি ছেলেদের সাথে মিয়ানমার হতে আগত রোহিঙ্গা মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা লক্ষণীয় হারে বৃদ্ধি পাওয়ায় জাতীয় পরিচয়পত্র দেখে বর ও কনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার এই নির্দেশনা জারি করা হল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।