Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ফ্লাড লাইট চ্যালেঞ্জ

বাংলাদেশকে ‘সমীহ’ দক্ষিণ আফ্রিকার

| প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেরও একই পরিণতি বাংলাদেশ ক্রিকেট দলের- হোয়াইটওয়াশ লজ্জা। শুধু তাই নয়, ন্যুনতম লড়াইটুকুও করতে পারেনি মাশরাফি, মুশফিকের দল। বলতে গেলে আফ্রিকায় বড্ড কঠিন সময় পার করছে বাংলাদেশ। টেস্ট-ওয়ানডে পর্ব শেষে টাইগারদের নতুন চ্যালেঞ্জ টি-টোয়েন্টি সিরিজ। মুশফিক-মাশরাফির পর সাকিবের নেতৃত্বাধীন দল কী ঘুরে দাঁড়াতে পারবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে।
এবার চোখ ছোট ফরম্যাটের ক্রিকেটে। নতুন অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে সম্ভাব্য সেরা একাদশটাই খেলছে প্রোটিয়াদের বিপক্ষে। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে গেলপরশু জিমে কিছুটা সময় কাটিয়েছেন সাকিব-মুশফিকরা। তবে গতকাল দিনের প্রথম প্রহর থেকেই প্রথম ম্যাচে ভেন্যু বøুমফন্টেইনের ম্যাঙগুয়াং ওভালে অনুশীলনে ঘাম ঝড়ায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। আর সন্ধ্যায় অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।
ফরম্যাটটা টি-টুয়েন্টি বলেই আশার বানী শোনা গেলো দলের ম্যানেজার মিনহাজুল আবেদিনের কণ্ঠে। ছোট ফরম্যাটে দুই দলের সামর্থ্যরে পার্থক্য থাকলেও ফলাফল যে কোন কিছুই হতে পারে। অনিশ্চয়তার মাঝেই সম্ভাবনা দেখছেন নান্নু, ‘আমরা সব মিলিয়ে এখানে এক মাসের মত এখানে আছি। টি-টুয়েন্টি দলের বেশিরভাগ ক্রিকেটার শুরু থেকেই দলের সাথে আছে। কন্ডিশনের সাথে ছেলেরা মোটামুটি সবাই মানিয়ে নিয়েছে। আশা করি টি-টুয়েন্টি সিরিজে সেটার প্রমান রাখতে পারবে।’
কন্ডিশনের সাথে মানিয়ে নিলেও ভিন্ন চ্যালেঞ্জ দেখছেন নান্নু। দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে ম্যাচ খেললেও একটিও দিবারাত্রির ম্যাচ ছিল না। টি-টুয়েন্টি সিরিজেই প্রথম ফ্লাড লাইটের আলোতে খেলবে সাকিবের বাংলাদেশ। কন্ডিশনের সাথে মানিয়ে নিলেও রাতে ম্যাচ হওয়ায় নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশিদের, ‘এই সিরিজে এখন পর্যন্ত আমরা ফ্লাড লাইটে খেলি নি। ছোট ফরম্যাটে দল গুলোর ব্যবধান কমে আসলেও রাতের বেলা খেলা হবে বিধায় আমাদের নতুন করে হচ্ছে।’
তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় চোট পান অধিনায়ক ডু প্লেসিস। চোটের কারণে ৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে প্রোটিয়া অধিনায়ককে। টি-টোয়েন্টিতে তার অনুপস্থিতি টাইগারদের জন্য সুখবরই বটে কিন্তু টেস্ট এবং ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ধরাশয়ী হওয়ার পর মানসিক দিকদিয়ে পেছনে রয়েছে বাংলাদেশ। চেটের কারণে দেশে ফিরে এসেছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যটসম্যান তামিম ইকবালও।
তবে টেস্ট এবং ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশকে বিচার করছে না স্বাগতিকরা। টি-টোয়েন্টি ফরম্যাটেও বাংলাদেশ শক্তিশালী সেটা জানান দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের নতুন মুখ রবি ফ্রাঙ্কলিন। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন এই ২৭ বছর বয়সী অল-রাউন্ডার, ‘টেস্ট এবং ওয়ানডের পারফরম্যান্স দিয়ে আমরা বাংলাদেশ দলকে বিচার করতে চাই না। টি-টোয়েন্টি ফরম্যাটে ওরা (বাংলাদেশ) অনেক শক্তিশালী। তারা সব দেশের প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণ করেছে। তাই ছোট ফরম্যাটে তাঁদের ছোট করে দেখার উপায় নেই।’ তিনি আরো যোগ করেন, ‘এই ফরম্যাটে যেকোন দলই ঘুরে দাঁড়াতে পারে। অতীতে কি হয়েছে সেটা নিয়ে চিন্তা করা উচিত নয়। টি-টোয়েন্টি ভিন্ন ধরণের ফরম্যাট। আমাদের ছেলেরা এই ফরম্যাটে শতভাগ দিতে প্রস্তুত। ভালো লাগবে যদি আরেকবার হোয়াইট ওয়াশ করতে পারি কিন্তু অতদূর নিয়ে ভাবছি না আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ