নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় শিরোপা অক্ষুণœ রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। চুয়েট কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগকে হারিয়ে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রথমার্ধে মুহাম্মদ আলম রাফির দেয়া গোলে এগিয়ে যায় ইইই (১-০)। দ্বিতীয়ার্ধে প্যানাল্টি থেকে ইশবাল কবির সৈকত গোল করে জয় নিশ্চিত করেন (২-০)। ফাইনালে ইইই বিভাগের মুহাম্মদ আলম রাফি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এবারের আসরে সর্বোচ্চ ছয়টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ইইই বিভাগের কাজী সিফাত। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তোজাম্মেল হক। প্রধান অতিথি থেকে ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।