Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকিট বিক্রি শুরু ৩০ অক্টোবর

| প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের পঞ্চম আসরের টিকিট বিক্রি। বরাবরের মতো এবারও টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক- ইউসিবি।
এবারের আসরের উদ্বোধনী ম্যাচ-সহ শুরুর দিকে খেলাগুলো সিলেটে অনুষ্ঠিত হবে বিধায় ৩০ অক্টোবর থেকে টিকিট পাওয়া যাবে শুধু ইউসিবির সিলেট শাখায়। জানা গেছে, স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত দর্শকদের জন্য টিকিট বিক্রি করে যাবে ব্যাংক কর্তৃপক্ষ।
অবশ্য টিকিট বিক্রি শুরুর তারিখ ঘোষণা করলেও এখনও জানানো হয়নি টিকিটের মূল্য। তবে নতুন করে সাজানো স্টেডিয়ামে চারটি ভিন্ন ক্যাটাগরির আসন-ব্যবস্থার জন্য চারটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করা হবে। এগুলো হল- গ্র্যান্ড স্ট্যান্ড, ক্লাব হাউজ, গ্রীণ গ্যালারি ও সাধারণ গ্যালারি।
বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচের জন্য আরও বেশি উপযোগী করে তুলতে কয়েক মাসের সংস্কার কাজের মাধ্যমে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাড়ানো হয়েছে আসন-সংখ্যা। পাঁচ হাজার সিট বৃদ্ধি পাওয়ায় বর্তমানে স্টেডিয়ামটির ধারণক্ষমতা আঠারো হাজার। সংস্কারের পর অবশ্য মাঠে এটিই প্রথম স্বীকৃত ক্রিকেট নয়। এর আগে স¤প্রতি বয়সভিত্তিক ও ‘এ’ দলের খেলা অনুষ্ঠিত হয়েছে এখানে।
বিপিএলে এবারই প্রথম ভেন্যু তালিকায় রয়েছে সিলেট। এর আগে ২০১৪ টি-২০ বিশ্বকাপের একাংশ সফলভাবে আয়োজন করা হয়েছিল এখানে। উদ্বোধনী ম্যাচ-সহ বিপিএলের পঞ্চম আসরের শুরুর দিকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে নয়নাভিরাম স্টেডিয়ামটিতে।
এদিকে বিপিএলের এই আসরের টিকিটের মূল্য তালিকা এখনও প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে, সাধারণ গ্যালারির টিকিটের দাম থাকবে একশ থেকে দেড়শ টাকার মধ্যে- অর্থাৎ ক্রিকেটপ্রেমীদের নাগালের মধ্যেই।
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও নতুন দল সিলেট সিক্সার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট সিক্সার্সের ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ