মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
১১ দেশের শরণার্থীরা বাধার মুখে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার অধীনে ১১টি দেশের শরণার্থীরা বাড়তি প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এসব দেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র। তাই এসব দেশের বেশির ভাগ শরণার্থীর বিষয়ে কর্মপ্রক্রিয়া অস্থায়ীভাবে বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশগুলোর মধ্যে বেশির ভাগই মধ্যপ্রাচ্যের ও আফ্রিকার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি মেমো পাঠানো হয়েছে কংগ্রেসে। ওই মেমোটি দেখতে পেয়েছেন রয়টার্সের সাংবাদিক। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী শরণার্থীদের সঙ্গে তাদের পরিবারের পুনরেকত্রীকরণের যে অনুমোদন ছিল সে সংক্রান্ত কর্মসূচি স্থগিত করবে প্রশাসন। এ বিষয়ে স্ক্রিনিং প্রক্রিয়া শেষ হলে তবেই নতুন করে আবার শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে রক্ষা করার লক্ষ্য নিয়েই এই পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে শরণার্থী বিষয়ক অধিকারকর্মীরা বলছেন, কার্যত এটা হলো ১১ টি দেশের শরণার্থীদের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা, যার কোনো প্রয়োজন ছিল না। তারা তো এরই মধ্যেই পুনঃনিরীক্ষিত হয়েছেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ১২০ দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এ বিষয়ে পর্যালোচনা করা হয়। ১২০ দিনের ওই নিষেধাজ্ঞা শেষ হয় মঙ্গলবার। এদিন কংগ্রেসে যে মেমো পাঠানো হয়েছে তাতে ১১ টি দেশ থেকে শরণার্থী প্রবেশের অনুমতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, সরকার এ বিষয়ে ৯০ দিনের মধ্যে রিভিউ করবে। তাতে পরীক্ষা করে দেখা হবে বাড়তি নিরাপত্তা হিসেবে কি ব্যবস্থা নেয়া হয়েছে। নতুন করে যে ১১টি দেশের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হচ্ছে সেখান থেকে যুক্তরাষ্ট্রে বর্তমানে অবস্থানরত শরণার্থীরা বড় বাধার মুখে পড়বেন। যুক্তরাষ্ট্রে চলমান প্রক্রিয়ায় ছিল সিকিউরিটি এডভাইজরি অপিনিয়নস (এসএও)। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।