Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাসায়নিক হামলা তদন্তে আবারও ভেটো রাশিয়ার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সিরিয়ার খান শেইখুন এলাকায় রাসায়নিক হামলার তদন্তে গঠিত জাতিসংঘের তদন্ত কমিটির সময় বাড়ানোর লক্ষ্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। এই নিয়ে রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিজের মিত্রদেশ সিরিয়া বিরোধী নয়টি প্রস্তাব আটকে দিল। প্রতিবেদনে বলা হয়, ওই প্রস্তাবের খসড়া তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটগ্রহণের আগে রাশিয়া বলেছিল, খান শেইখুনের ঘটনার তদন্তে গঠিত কমিটি এ পর্যন্ত কী তথ্য হাতে পেয়েছে সে সম্পর্কে শুনানি অনুষ্ঠিত হোক। কিন্তু মার্কিন সরকার ওই কমিটির তদন্ত কাজের মেয়াদ আগে বাড়িয়ে নিয়ে তারপর শুনানি করার জন্য চাপ দিচ্ছিল। চলতি বছরের ৪ এপ্রিল খান শেইখুনে চালানো রাসায়নিক হামলায় অন্তত ৮৬ ব্যক্তি নিহত হয়। তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স ওই হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করে। তবে দামেস্ক শুরু থেকেই ওই অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। রাশিয়া ও সিরিয়ার দাবি, সিরিয়ার সেনাবাহিনী খান শেইখুনে জঙ্গিদের এমন ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যেখানে রাসায়নিক অস্ত্র মজুদ করা ছিলো। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ