নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম ব্যুরো : জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে চন্দনাইশ বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বোয়ালখালীর দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশরাফুল হক রিয়াদ। এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টেও বাঁশখালীর ইলশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আনোয়ারার হাজী মীর আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিজয়ী দলের আকলিমা আকতার এবং সর্বোচ্চ গোলদাতা তানিয়া আকতার নির্বাচিত হয়েছে। খেলা শেষে খেলোয়াড়দের চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি প্রদান করেন জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী। গত ১৮ অক্টোবর থেকে ৭ দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা ও মহানগরীর ৬টি থানার চ্যাম্পিয়নসহ সর্বমোট ৪০টি দল নক-আউট পদ্ধতিতে খেলেছে।
আজ থেকে শুরু প্রথম বিভাগ ক্রিকেট
চট্টগ্রাম ব্যুরো : আজ এমএ আজিজ স্টেডিয়ামে শতদল জুনিয়র ও সীতাকুÐ ক্রীড়া সংস্থার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সিজেকেএস প্রথম বিভাগ ক্রিকেট লীগ। লীগের উদ্বোধন করবেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এবারের লীগে দুই গ্রæপে বিভক্ত হয়ে ১৬টি দল অংশ নিচ্ছে। লীগের সর্বমোট ম্যাচ হচ্ছে ৬৮টি। ম্যাচগুলো এমএ আজিজ স্টেডিয়াম ও সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।