Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারের আগে লেজের ঝাপটা

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : শেষ উইকেটে ৫৩ রানের জুটিতে কেবল সময় ক্ষেপন আর হারের ব্যবধানই কমেছে এই যা, হার এড়াতে পারেনি জিম্বাবুয়ে। বুলাওয়েতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ১১৭ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। দেড় দশক পর জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলল ক্যারিবীয়রা।
পরাজিত দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ব্রেন্ডন টেইলর। এর আগে ৪৩৪ রানের লক্ষ্যে দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাডজা (৫৭) ও সলোমন মিরে (৪৭) গড়েন ৯৯ রানের দারুণ উদ্বোধণী জুটি। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া দেবেন্দ্র বিশু এবার নেন ৪ উইকেট।
এর আগে হাতে দুই উইকেট নিয়ে দিন শুরু করা উইন্ডিস মাত্র চার রান যোগ করে গুটিয়ে যায় ৩৭৩ রানে। সঙ্গীর অভাবে প্রথম ইনিংসে (৯০) শতক হাতছাড়া করা রস্টন চেইস এরার আর কাউকে দোষ দিতে পারবেন না। তিন অঙ্কে পৌঁছার ৫ রান আগে বোল্ড হয়ে যান এই মিডিল অর্ডার। সঙ্গি বিশুও আউট হন ৪৪ রানে দাঁড়িয়েই।
ওয়েস্ট ইন্ডিজ : ২১৯ (চেইস ৯০*, পাওয়েল ৫৬; ক্রেমার ৪/৬৪, উইলিয়ামস ৩/২০) ও ৩৭৩ (চেইস ৯৫, ব্রেথওয়েট ৮৬; ক্রেমার ৪/১১৪, উইলিয়ামস ৩/৯১)। জিম্বাবুয়ে : ১৫৯ (মাসাকাদজা ৪২, আরভিন ৩৯; বিশু ৫/৭৯) ও ৩১৬ (টেইলর ৭৩, মাসাকাদজা ৫৭; বিশু ৪/১০৫)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১১৭ রানে জয়ী।
ম্যাচ সেরা : দেবেন্দ্র বিশু (উইন্ডিজ)।
সিরিজ : ২ ম্যাচে ১-০তে এগিয়ে উইন্ডিজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ