Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সিনিয়র টেবিল টেনিস শুরু

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের পৃষ্ঠোপষকতায় শুরু হয়েছে ৩৭তম জাতীয় সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। গতকাল সন্ধ্যায় পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে আসরের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি। এসময় উপস্থিত ছিলেন টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি হেদায়েতুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক খোন্দকার হাসান মুনীর ও সাউথ ইষ্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস, এম মইনুদ্দীন চৌধুরী সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনী দিন পুরুষ দলগতে জয় পেয়েছে বাংলাদেশ আনসার, জগনাথ বিশ্ববিদ্যালয়, নারায়নগঞ্জ জেলা, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স, টাঙ্গাইর জেলা, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বরিশাল জেলা, বাংলাদেশ সেনাবাহিনী, পঞ্চগড় জেলা, নড়াইল, ঢাকা, মেহেরপুর ও ভোলা জেলা দল। মহিলা দলগতে জিতেছে, বাংলাদেশ সেনাবাহিনী, দিনাজপুর জেলা, টাঙ্গাইল, ঢাকা, নওগাঁ, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ও সিলেট জেলা। এবারের আসরে মোট ৪৫টি দল সাতটি ইভেন্টে খেলছে। ইভেন্টগুলো হলো- পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত এবং মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ