Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেশের ক্রিকেটের জন্য বিপদসংকেত

| প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও হার। শুধু হারই নয়, বাজেভাবে হোয়াইটওয়াশ। সফরে মোট পাঁচটি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচেই পরাজয় বড় ব্যবধানের। ন্যূনতম প্রতিদ্ব›িদ্বতা গড়া দূরে থাক, প্রতিরোধটুকুও ঠিকমতো গড়তে পারেনি বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফরকারী বাংলাদেশের এমন পারফরমেন্সে দেশের ক্রিকেটে নেমে এসেছে হতাশার ছায়া। আর এই পরিস্থিতিকে দেশের ক্রিকেটের জন্য বিপদসংকেত হিসেবে আখ্যা দিচ্ছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ওদের সঙ্গে তুলনা করলে সব জায়গায় আমরা পিছিয়ে ছিলাম। কোনো প্রতিদ্ব›িদ্বতাই করতে পারিনি। খুব বাজেভাবে ম্যাচগুলো হেরেছি। এটা আমাদের খুবই শিক্ষণীয় হলো।‘
বাংলাদেশ দল সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেললেই সেটি ছিল অনেকটা ভাগ্যগুণে। কার্যত সেই আসরেও আহামরি ভালো ছিল না বাংলাদেশের পারফরমেন্স, যদিও তা আড়াল হয়ে পড়েছিল প্রথমবারের মতো বড় কোনো আসরের সেমিফাইনালে ওঠার আনন্দে। সেদিকে ইঙ্গিত করে মাশরাফি বলেন, ‘যদিও চ্যাম্পিয়নস ট্রফি থেকে এটা হয়ে আসছে (বাজেভাবে হার)। এ বিষয়গুলো ঠিক না করলে সামনের সিরিজ-টুর্নামেন্টে ভালো করা কঠিন হয়ে যাবে।‘
সংবাদ সম্মেলনে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার এমন ব্যর্থতাকে আখ্যা দেন দেশের ক্রিকেটের বিপদসংকেত হিসেবে, ‘আমার কাছে মনে হয়, এই যে সময়টা গেল, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই বিপদসংকেত। এ থেকে খেলোয়াড়দের শিক্ষা নিতে হবে।’
কয়েক মাস আগে দক্ষিণ আফ্রিকায় বাজে সময় কাটিয়েছিল শ্রীলঙ্কাও। ওয়ানডে ও টেস্টে হারার পর অবশ্য লঙ্কানরা ঘুরে দাঁড়িয়েছিল টি-২০ সিরিজে। সেই ইতিহাস ঘেঁটে মাশরাফির প্রত্যাশা, বাংলাদেশও ঘুরে দাঁড়াবে আসন্ন টি-২০ সিরিজে, ‘যত দূর জানি, শ্রীলঙ্কা কদিন আগে (গত জানুয়ারিতে) দক্ষিণ আফ্রিকায় এসে টেস্ট-ওয়ানডে হারের পরও টি-টোয়েন্টি জিততে পেরেছিল (সিরিজ)। আমার কাছে মনে হয় টি-টোয়েন্টিতে ওদের হারানো সম্ভব।’ মাশরাফি যোগ করেন, ‘ওরা কিছু খেলোয়াড়কে বিশ্রামও দিতে পারে। টি-টোয়েন্টিতে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে খেলেছিলাম (গত মার্চে), সেভাবে যদি খেলতে পারি, সবাই তাহলে সম্ভব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ