নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : গত বিপিএলে মাঝারি মানের দল নিয়ে রাজশাহী কিংসকে ফাইনালে তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজকে দুইবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামি। বিপিএলের পঞ্চম আসরেও রাজশাহী কিংসের নেতৃত্ব দিবেন তিনি। আগামী মাসের ৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া বিপিএলে আসার আগে এক ভিডিও বার্তায় রাজশাহীর সমর্থকদের নিজের আগমনী বার্তা জানান দিলেন ড্যারেন স্যামি। গতকাল রাজশাহীর আঞ্চলিক ভাষায় ড্যারেন স্যামি এক পোস্টে বলেছেন, ‘মামুর বেটা, তোমরা কেমন আছ? টেনশন নিয় না, এবার জিতে নিবো।’
এবারের আসরে গতবারের তুলনায় বেশ শক্তিশালী দল পাচ্ছেন স্যামি। আইকন ক্রিকেটার হিসেবে ইনফর্ম মুশফিকুর রহিমকে পাচ্ছেন এই উইন্ডিজ তারকা। এছাড়া বাঁহাতি পেস তারকা মুস্তাফিজুর রহমান ছাড়াও গতবার ভালো খেলা মমিনুল হক ও ফরহাদ রেজাকে দলে রেখেছে রাজশাহী কিংস। বিদেশীদের মধ্যে লুক রাইট, কেসরিক উইলিয়ামস, সামিত প্যাটেল, জেমস ফ্রাঙ্কলিনদের মত তারকা ক্রিকেটারকে দলে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।