Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫ অক্টোবর শুরু ক্রিকেট মৌসুম

| প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : প্রথম বিভাগ ক্রিকেট লীগের মধ্যদিয়ে চট্টগ্রাম ক্রিকেটের মৌসুম শুরু হচ্ছে আগামী ২৫ অক্টোবর। এবারের লীগে ১৬টি দল দু’টি গ্রæপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রæপের শীর্ষস্থান অর্জনকারী দু’টি করে চারটি দল চ্যাম্পিয়ন পর্বে এবং প্রতিটি গ্রæপে দু’টি করে চারটি দল রেলিগেশন পর্বে খেলবে। প্রথমে পর্বে ৫৬টি, সুপার পর্বে ৬টি এবং রেলিগেশন পর্বে ৬টি ম্যাচসহ সর্বমোট ম্যাচের সংখ্যা হচ্ছে ৬৮টি। এবারের প্রথম বিভাগ লীগ শেষ করতে দু’টি মাঠ ব্যবহার করা হবে। তার মধ্যে একটি এমএ আজিজ স্টেডিয়াম এবং অপরটি সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠ। গতকাল এক সাংবাদিক সম্মেলনে ক্রিকেট সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবর এ তথ্য জানান। এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী দিনে শতদল জুনিয়রের বিরুদ্ধে খেলবে সীতাকুÐ উপজেলা ক্রীড়াসংস্থা। লীগের উদ্বোধন করবেন সিটি মেয়র ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সাংবাদিক সম্মেলনে সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ শাহাবুদ্দীন শামীম, ক্রিকেট কমিটির দুই ভাইস প্রেসিডেন্ট আলহাজ আলী আব্বাস ও দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ