নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : হিঙ্কিসের অধীনে টানা তৃতীয় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। তবে পরশু বুন্দেসলিগায় তাদের জয়টি ঠিক বায়ার্নসুলভ ছিল না। পয়েন্ট তালিকার নীচের সারি দল হামবুর্গকে ১০ জনে পেয়েও তারা জিতিছে মাত্র ১-০ ব্যবধানে। এরপরও তাদের জন্য স্বস্তির বিষয়, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ডকে ছুঁতে পারা।
৩৯তম মিনিটে কিংসলে কোম্যানকে বাজেভাবে ট্যাকেল করায় লাল কার্ড পান হামবুর্গ ডিফেন্ডার গিডিয়ন জাগ। ১০ জনের দলে বিপক্ষে একমাত্র গোলটি করেন কোরেন্তিন তলিসো। দু’বার বারপোস্টে লেগে ফিরে আসে থিয়াগোর শট।
একই রাতে ফ্রাঙ্কফুর্টের মাঠে ২-২ গোলে ড্র করে বরুশিয়া ডর্টমুন্ড। ৯ ম্যাচে বায়ার্ন ও ডর্টমুন্ডের পয়েন্ট সমান ২০ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে ডর্টমুন্ড। এক পয়েন্ট পিছিয়ে তিনে থাকা লাইপজিগ এদিন ঘরের মাঠে স্টুটহার্টকে হারায় ১-০ গোলে।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল এভারটনকে তাদেরই মাঠে ৫-২ গোলে হারিয়েছে আর্সেনাল। ওয়েন রুনির গোলে ৪০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল স্বাগতিকরা। ৫৩তম মিনিটে মনরিয়ালের গোলে উল্টো লিড নেয় গানাররা। এর আগে সমতাসুচক গোলটি করেন মনরিয়াল। ৬৮তম মিনিটে ইদ্রিসা গুয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পর আরো তিন গোল খায় এভারটন। এসময় একে একে স্কোরশিটে নাম লেখান লাকাজেত্তি, অ্যারোন রামসি ও অ্যালিক্সেস সানচেস। এর মাঝে একটি গোল শোধ দেন উমার নিয়াশা।
এই হারে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে নেমে গেল এভারটন। ৯ ম্যাচে ১৬ পয়ন্ট নিয়ে পাঁচে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
আজ টিভিতে
পাকিস্তান-শ্রীলঙ্কা, ৫ম ওয়ানডে
সরাসরি : সনি সিক্স, বিকাল ৪টা
স্প্যানিশ লা লিগা
সরাসরি : সনি টেন ২, রাত ১২টা
ইংলিশ প্রিমিয়ার লিগ
সরাসরি : স্টার স্পোর্টস সিলেক্ট ১, রাত ১টা
এনবিএ
সরাসরি : সনি সিক্স, সকাল সাড়ে ৭টা
প্রো কাবাডি লিগ
সরাসরি : স্টার স্পোর্টস ২, রাত সাড়ে ৮টা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।