পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আন্তর্জাতিক আদালতে যাবে নাগরিক কমিশন
‘মিয়ানমারে গণহত্যা ও সন্ত্রাস তদন্তে গঠিত নাগরিক কমিশন’র সদস্যরা বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সহিংসতার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে যাবে বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে গঠিত নাগরিক কমিশন। সহিংসতার জন্য বাংলাদেশের যে ক্ষতি হয়েছে আন্তর্জাতিক আইনে মামলা করে তার ক্ষতিপূরণ দাবির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন। গতকাল রোববার কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয়া হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের ‘মিয়ানমারে গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’র লিখিত বক্তব্য তুলে ধরেন নাগরিক কমিশনের সদস্য সচিব সুপ্রীম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ,এইচ,এম শামসুদ্দিন মানিক। লিখিত বক্তব্যে তিনি বলেন, আরাকানে (রাখাইন) রোহিঙ্গা নির্যাতন নিয়ে করা আনান কমিশনের তদন্ত প্রতিবেদনে ইতিবাচক দিকের পাশাপাশি কিছু সীমাবদ্ধতা তাদের নজরে এসেছে। আনান কমিশনের প্রতিবেদনে স্বাভাবিক চলমান গণহত্যার উল্লেখ নেই। তবে প্রচ্ছন্ন সন্ত্রাসের উল্লেখ রয়েছে। তাদের কমিশনের প্রতিবেদনে আনান কমিশনের সীমাবদ্ধতা ও অসম্পূর্ণতা অতিক্রম করে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমার (বার্মার) সরকার, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক স¤প্রদায়ের বিবেচনার জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করা হবে।
তিনি আরো জানান, এ পর্যন্ত তারা অনেক রোহিঙ্গাদের সাথে কথা বলে নির্যাতনের কথা জেনেছেন। আরো ১০ হাজার রোহিঙ্গার জবানবন্দী সংগ্রহ করা হবে। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বয়ান, বাংলাদেশ ও মিয়ানমারের (বার্মার) বিভিন্ন সরকারি দলিলপত্রের ভিত্তিতে নাগরিক কমিশনের প্রতিবেদন তৈরি করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুল হুদা বিচারপতি মো. নিজামুল হক নাসিম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির শাহরিয়ার কবির, পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল আনোয়ার, সাবেক মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী সিকদার, মমতাজ লতিফ, সমাজকর্মী ও মানবাধিকার কর্মী জুলিয়ান ফ্রান্সিস।
এসয়ম কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুল হুদা বলেন, সরেজমিন তদন্তে আমরা দু’শতাধিক রোহিঙ্গার সাথে কথা বলেছি। তারা সবাই মিয়ানমারের সেনাবাহিনীর নিষ্ঠুর নির্যাতনের কথা তুলে ধরেছেন। আমরা সেভাবে প্রতিবেদন তৈরি করবো। আমাদের কমিশন কোনো চাপ প্রয়োগকারী বা লবিষ্ট সংস্থা নয়। তারপরও আমাদের বিশ্বাস আমাদের তদন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রভাব ফেলবে।
তিনি আরো বলেন, আমরা মানবতার অবমাননার চির অবসান চাই। তাই মানবতার হত্যাকারীদের বিচার চাই। একই সাথে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য বিশ্ব স¤প্রদায়ের হস্তক্ষেপ চাই। শুধু বাংলাদেশ একার পক্ষে তা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের মিয়ানমাওে ফেরত পাঠাতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সন্তান আসীফ মুনীর, শহীদ ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী চম্পা, মানবাধিকার কর্মী আরমা দত্ত, ব্যারিস্টার বিব বড়–য়া, ব্যারিস্টার তাপস কুমার বল, শহীদ পরিবারের সন্তান তৌহিদ রেজা নূরসহ নাগরিক কমিশনের সদস্যরা।
উল্লেখ্য, নাগরিক কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুল হুদা ও কমিশনের সদস্য সচিব আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক নেতেৃত্ব নাগরিক কমিশন দল শনিবার সারাদিন ও রোববার দুপুর পর্যন্ত উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।