মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আততায়ীর গুলিতে নিহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার গোপন ফাইল প্রকাশ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে ট্রাম্প জানিয়েছেন, এ বিষয়ে নতুন তথ্য পেতে তিনি এসব গোপন নথি প্রকাশ করবেন। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে দেশটির ন্যাশনাল আর্কাইভে ২৬ অক্টোবর তা উন্মুক্ত করার কথা। তবে এজন্য মার্কিন প্রেসিডেন্টের অনুমতি প্রয়োজন হবে। প্রেসিডেন্ট চাইলে এসব নথির গোপনীয়তার মেয়াদ বাড়াতে পারেন। ১৯৬৩ সালের নভেম্বরে টেক্সাসের ডালাসে স্নাইপার রাইফেলের গুলিতে নিহত হন কেনেডি। কেনেডি হত্যা সংশ্লিষ্ট বেশিরভাগ তথ্যই উন্মুক্ত করেছে ন্যাশনাল আর্কাইভ। তবে শেষ কিস্তি এখনও গোপন রয়েছে। ১৯৯২ সালে মার্কিন কংগ্রেস সিদ্ধান্ত নেয় ২৫ বছরের মধ্যে কেনেডি হত্যার সব নথি প্রকাশ করা হবে। অবশ্য জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রেসিডেন্ট গোপনীয়তার মেয়াদ বাড়াতে পারবেন। কেনেডি হত্যার বিষয়ে গোপন নথির পরিমাণ প্রায় ৩ হাজার। এর আগে প্রায় ত্রিশ হাজার নথির কিছু তথ্য বাদ দিয়ে প্রকাশ করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।