Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

উত্তর কোরিয়ায় যেতে চান জিমি কার্টার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের প্রতিনিধি হিসেবে উত্তর কোরিয়া সফরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেলজয়ী জিমি কার্টার। গতকাল রোববার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনস এলাকায় নিজ বাড়িতে বসে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে উত্তর কোরিয়া যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন কার্টার। এক প্রশ্নের জবাবে ৯৩ বছর বয়সী কার্টার বলেন, ‘হ্যাঁ, আমি যাব।’ সাক্ষাৎকারে নিউইয়র্ক টাইমসের সাংবাদিক কার্টারকে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের বাকযুদ্ধে ওয়াশিংটনের নীতিনির্ধারণী চিন্তকদের অনেকেই শঙ্কিত। এ সময় কার্টার বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে আমি নিজেও আতঙ্কিত।’ রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ