মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হারিকেনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহের এক কনসার্টে সমবেত হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পাঁচ প্রেসিডেন্ট। স্থানীয় সময় গত শনিবার অঙ্গ রাজ্য টেক্সাসে আয়োজিত এ কনসার্টের মঞ্চে একসাথে দেখা যায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডবিøউ বুশ, বিল ক্লিনটন, জর্জ এইচডবিøউ বুশ ও জিমি কার্টারকে। ভয়াবহ হারিকেন হার্ভে, ইরমা ও মারিয়ায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে ওয়ান আমেরিকা আপিল কর্মসূচির অধীনে এ কনসার্ট আয়োজন করা হয়। তিন ডেমোক্র্যাটিক ও দুই রিপাবলিকান প্রেসিডেন্ট একসঙ্গে দাঁড়িয়ে দুর্গত মানুষের সহায়তার জন্য সবার প্রতি আহŸান জানান। কনসার্ট থেকে প্রায় ৩১ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, গত আগস্ট মাসে হারিকেন হার্ভের আঘাতের পর রানজীতিকরা দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহŸান জানান। হার্ভের আঘাতে টেক্সাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শত শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়। তিন দফায় হারিকেনের আঘাতে টেক্সাসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ফ্লোরিডা, পুয়ের্তো রিকো ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ। আগে থেকে রেকর্ড করা একটি বার্তায় কনসার্টে আসা লোকজনের উদ্দেশে বারাক ওবামা বলেন, প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে আমরা আমেরিকানবাসীকে সহযোগিতা করতে চাই। মঞ্চে দাঁড়িয়ে সাবেক পাঁচ প্রেসিডেন্ট জাতীয় সংগীতে অংশ নেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।