নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
হিরো এশিয়া কাপ হকি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও মালয়েশিয়া। গতকাল রাতে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের সুপার ফোরের শেষ দুই ম্যাচের একটিতে ভারত জয় পেলেও অন্যটিতে মালয়েশিয়া ড্র করে ফাইনালে নাম লেখায়। এদিন বৃষ্টির কারণে মালয়েশিয়া ও কোরিয়ার মধ্যকার দিনের প্রথম ম্যাচটি পিছিয়ে রাত সাড়ে ৯টায় নেয়া হয়। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি ভারত ও পাকিস্তানের ম্যাচটিও। মাঠ খেলার উপযোগী করে তুলতে দেড় ঘন্টা সময় ব্যয় হলে ভারত ও পাকিস্তানের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৭টায়। ম্যাচে ভারত নিজেদের যোগ্যতা প্রমাণ করে সহজেই ৪-০ গোলে হারায় পাকিস্তানকে। বিজয়ী দলের হয়ে সাতবীর সিং, হারমানপ্রীত, ললিত উপাধ্যায় ও গুরুজান্ত সিং একটি করে গোল করেন। একই ভেন্যুতে অনুষ্ঠিত অন্য ম্যাচে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ১-১ গোলে মালয়েশিয়ার বিপক্ষে ড্র করায় ফাইনাল থেকে ছিটকে পড়লো। প্রথমবারের মতো ফাইনালে জায়গা পেল মালয়েশিয়া। তারা সুপার ফোরে একটি করে জয়, হার ও ড্র’তে ৪ পয়েন্ট পেয়ে ফাইনালে উঠলো। কোরিয়া তিন ম্যাচের তিনটিতেই ড্র করেছে। ম্যাচে কোরিয়ার পক্ষে ২৪ মিনিটে ইয়াং জিহুন গোল করলে ৫৮ মিনিটে মালয়েশিয়ার ফয়জাল সারি দলকে সমতায় ফেরানোর পাশাপাশি ফাইনালে পৌঁছে দেন। আজ বিকাল সাড়ে ৫টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে ভারত ও মালয়েশিয়া ফাইনালে মোকাবেলা করবে। এর আগে একই ভেন্যুতে বিকাল ৩টায় তৃতীয় ও চতুর্থস্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তান খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।