Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লড়লেন কেবল হোপ

| প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২১৯ রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে কোন উইকেট না হারিয়ে ১৯ রানে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে।
টস জিতে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের হয়ে লড়ে গেলেন কেবল শাই হোপ। চার নম্বরে নেমে সঙ্গীর অভাবে ১০ রানের জন্য শতকও স্পর্শ করতে পারলেন না, অপরাজিত থাকলেন ৯০ রানে। বাকিদের মধ্যে পাওয়েল ৫৬ ও চেইস করেন ৩১ রান। দুই লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার ও শেন উইলিয়ামস নেন যথাক্রমে ৪টি ও ৩টি করে উইকেট।
সিরিজ নূন্যতম ড্র হলে উইন্ডিজকে টপকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের আটে উঠবে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ