পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের ২৫ আসন পাওয়ার গল্প বিএনপির রঙিন খোয়াব। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ‘বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগ ২৫টি আসনও পাবে না’- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের কড়া সমালোচনা করে এসব কথা বলেন তিনি। গতকাল শনিবার সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া তিন মাস পর দেশে ফিরে রাজপথ দখল করে জনগণকে সীমাহীন কষ্ট দিয়েছেন। ক্ষমতা পেলে কি করবেন, আল্লাহই ভালো জানেন। খালেদা জিয়ার সংবর্ধনায় যত মানুষ হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দিন শুধুমাত্র তার চেয়েও বেশি মহিলা এসেছিলেন।’
এ সময় সা¤প্রতিক সময়ে সিলেট ছাত্রলীগের খুনোখুনির প্রসঙ্গ তুলে ধরে বলেন, যারা খুনী, যারা অপরাধী তাদের বিচার হতেই হবে। কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা জানিয়ে বলেন, প্রশাসনকে বলেছি, তারা যেনো খুনি ও সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ এবং সদস্য অধ্যাপক রফিকুর রহমান। কর্মী সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
ওবায়দুল কাদের নতুন সদস্য ও পুরাতন সদস্যদের নবায়ন করে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা নতুন ভোটার ও মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সদস্য করুন। তবে খেয়াল রাখতে হবে চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধীরা যেন সদস্য হতে না পারে। তিনি আরো বলেন, আগামী নির্বাচন দুর্নীতিবাজরা মনোনয়ন পাবেন না। আমরা আওয়ামী লীগ ও বিরোধীদের খোঁজ নিচ্ছি। সর্বাধিক জনপ্রিয় যিনি তিনিই মনোনয়ন পাবেন।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে ওবায়দুল কাদের সিলেটে পৌঁছে হযরত শাহজালাল এবং পরে শাহপরান দরগাহ মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি সার্কিট হাউসের দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।