Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উচ্ছ¡সিত জিমি বাহিনী ভাসানীর ডরমেটরিতে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : হিরো এশিয়া কাপ হকি টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যপূরণ করে উচ্ছসিত জিমি বাহিনী মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ডরমেটোরিতে উঠেছে। এশিয়া কাপ মিশন শেষে গতকাল সকালে টিম হোটেল ছেড়ে তারা ডরমেটোরিতে ওঠে। আজ ফাইনাল অবদি এখানেই থাকবে বাংলাদেশ দল। এরপর খেলোয়াড়রা যে যার মতো নিজ নিজ বাড়িতে যাবেন। তবে যারা সার্ভিসেস দলে রয়েছেন, তাদের আপাতত ছুটি নেই। অফিসে যোগ দিতে হবে।
বাংলাদেশের এশিয়া কাপ মিশন শেষ। বেশ হাসিখুশী জাতীয় দলের খেলোয়াড়রা। যে লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন রাসেল মাহমুদ জিমিরা সেই লক্ষ্যপূরণ হয়েছে। ষষ্ঠস্থান পেয়ে এশিয়া কাপ শেষ করেছে বাংলাদেশ। ফলে আগামী এশিয়া কাপের বাছাই পর্ব খেলতে হবেনা তাদের। সরাসরিই এ টুর্নামেন্টে খেলবে লাল-সবুজরা।
লক্ষ্যপুরণ হওয়ায় অনেকটাই ফুরফুরে মেজাজে আছেন জাতীয় হকি দলের সদস্যরা। সফল মিশন শেষে বাংলাদেশ গোলরক্ষক অসীম গোপের মুখে যেন হাসি লেগেই রয়েছে। উচ্ছ¡সিত অসীম বলেন, ‘সফলভাবে শেষ করেছি এশিয়া কাপ মিশন। আমাদের লক্ষ্য ছিল ছয় নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা। সেটা আমরা করতে পেরেছি। তবে চেষ্টা ছিল আরও ভালো করার। তা হয়নি। সামনের টুর্নামেন্টগুলোতে আরও ভালো করার চেষ্টা করব।’ এশিয়া কাপ অ্যাসাইনমেন্টের জন্য দীর্ঘদিন বাড়ি যাওয়া হয়নি রাজশাহীর ছেলে ফরহাদ আহমেদ সিটুলের। অ্যাসাইনমেন্ট শেষে তাই পরিবারের কথা খুব মনে পড়ছে তার। সিটুলের কথায়, ‘এশিয়া কাপকে সামনে রেখে দীর্ঘদিন অনুশীলনে ব্যস্ত ছিলাম। ক্যাম্পে থাকায় পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। মনে কষ্ট ছিল। দলের সবারই একই অবস্থা। তবে সেই কষ্ট দূর হয়েছে লক্ষ্যপূরণ হওয়ায়। দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে সামনে আরো ভালো করতে পারি আমরা।’
এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জার্সী নিয়ে মাঠে না আসায় সমালোচনার মুখে পড়েছিলেন মিডফিল্ডার রোমান সরকার। যে কারণে ওই ম্যাচে প্রথম একাদশে খেলতে পারেননি। যদিও পরে জার্সী এনে খেলতে নেমেছিলেন। এ প্রসঙ্গে রোমানের কথা, ‘হোটেল থেকে জার্সি নিয়ে মাঠে যাইনি বলে অনেকেই হয় তো আমাকে ভুল বুঝেছেন। কান্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু সেটা যে আমি ইচ্ছাকৃত করিনি, তা কেউ বুঝতে চাননি। মনের ভুলেই কাজটি হয়ে গেছে। আমি ভেবেছিলাম, জার্সী ব্যাগে ভরেছি। যাই হোক ওই ঘটনায় মনকষ্টে থাকলেও এখন সব কষ্ট দূর হয়ে গেছে। লক্ষ্য পূরন করতে পেরেছে আমার দল।’ জাপানের বিপক্ষে খেলতে গিয়ে পায়ে ব্যথা পান তরুন পেনাল্টি কর্ণার (পিসি) স্পেশালিষ্ট আশরাফুল ইসলাম। পায়ের ব্যথা আর মনের ব্যথা একাকার হয়ে গেলেও এখন আর সেই কষ্ট নেই। কারণ ষষ্ঠস্থান অর্জন করে আগামী এশিয়া কাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আশরাফুল বলেন, ‘জাপানের বিপক্ষে পায়ে ব্যথা পেয়েছিলাম। তবে সেই কষ্ট এখন আর নেই। কারণ আমরা কথা রাখতে পেরেছি। ষষ্ঠস্থানে থেকে এশিয়া কাপের মিশন শেষ করেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ