Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিশরে হাসমের সাথে সংঘর্ষে ৫৩ নিরাপত্তা সদস্য নিহত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মিশরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৫৩ জন সদস্য নিহত হয়েছেন। রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে বাহারিয়া মরূদ্যানের কাছে জঙ্গিদের একটি আস্তানায় অভিযান চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলার শিকার হয় বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।নিরাপত্তা বাহিনীর দলটির মধ্যে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা ছিল। হাসম নামের একটি জঙ্গিগোষ্ঠীর সদস্যরা হামলাটি চালিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। সংঘর্ষে হাসমের ১৫ জন জঙ্গি নিহত হয়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। জঙ্গিদের একটি গোপন আস্তানার খবর পেয়ে মরুভূমিতে যায় নিরাপত্তা বাহিনীর ওই দলটি। কিন্তু কাছাকাছি যাওয়া মাত্রই জঙ্গিরা তাদের গাড়িবহর লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় ও রকেট চালিত গ্রেনেড নিয়ে হামলা চালায় বলে বিবিসিকে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র। ওই এলাকাটি জঙ্গিদের কাছে পরিচিত হওয়ায় ও মরুভূমির দুর্বল টেলিযোগাযোগ সিগন্যালের কারণে তাদের দলের কমান্ডিং অফিসার অতিরিক্ত বাহিনী পাঠানোর অনুরোধ জানাতে না পারায় পরিস্থিতি আরো নাজুক হয়ে ওঠে। এতে তাদের দলের ৫৩ জন পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য নিহত হন বলে জানান তিনি। হাসমকে মুসলিম ব্রাদারহুডের সশস্ত্র শাখা বলে বর্ণনা করেছে মিশরের নিরাপত্তা বাহিনী। কিন্তু এ অভিযোগ অস্বীকার করেছে মুসলিম ব্রাদারহুড। বর্তমানে একটি ইসলামপন্থি বিদ্রোহের মোকাবিলা করছে মিশর। সা¤প্রতিক সময়ে দেশটিতে যেসব জঙ্গিগোষ্ঠী হামলা চালিয়েছে হাসম তাদের অন্যতম। আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনীর এক গ্রেফতার অভিযানে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।একটি সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় রকেট নিক্ষেপেরও ঘটনা ঘটে। ২০১২ সালের ৩০ জুন মিসরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্টের দায়িত্ব নেন মোহাম্মদ মুরসি। এক বছরের মাথায় ২০১৩ সালের ৩ জুলাই সেনা অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। সেনাশাসন জারির পর থেকেই দেশটিতে এ ধরনের হামলা বৃদ্ধি পেয়েছে। তবে মুরসি’র দল মুসলিম ব্রাদারহুড বলছে, তারা কোনও ধরনের সন্ত্রাসী হামলায় বিশ্বাসী নয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ