Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমার জেনারেলদের নিষিদ্ধ চায় ৪৩ মার্কিন কংগ্রেসম্যান

| প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রোহিঙ্গা নিধনযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে মিয়ানমারের জেনারেলদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার আহŸান জানিয়েছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩ জন কংগ্রেসম্যান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে লেখা চিঠিতে তারা দোষীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহŸান জানান। ব্রিটিশ বার্তা সংস্থার এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দফতরকে দেওয়া ওই চিঠিতে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি ও বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি- দুই দলের কংগ্রেস সদস্যরাই স্বাক্ষর করেছেন। চিঠিতে অভিযোগ করা হয়, যেসব ঘটনা ঘটছে তা দৃশ্যত অস্বীকার করে চলেছে মিয়ানমার কর্তৃপক্ষ। যেসব লোক মিয়ানমারের ভেতর আটকা পড়েছে এবং যারা দেশে ফিরতে চায় তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আপনার পক্ষে যা কিছু করা সম্ভব সেটা করার আহŸান জানাচ্ছি আমরা। চিঠিতে বলা হয়, যারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। মিয়ানমারের জাতিগত নিধন ঠেকাতে অবিলম্বে সে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার আহŸান জানানো হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ