Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের হুমকিতে ভীত নই : উ.কোরিয়া

| প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নিজেকে পারমাণবিক শক্তিধর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধ্বংস করে দেয়ার হুমকিতে ভীত নয় উল্লেখ করে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের কাছে একটি চিঠি পাঠিয়েছে উত্তর কোরিয়া। গত শুক্রবার অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে চিঠিটির একটি প্রতিলিপি প্রকাশ করা হয়। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাইকৃত ও সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত চিঠির অনুলিপিতে বলা হয়েছে, ট্রাম্প যদি ভেবে থাকেন পারমাণবিক যুদ্ধের ভয় দেখিয়ে তিনি পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার পতন ঘটাবেন, তবে এটি বড় ধরনের ভুল ও অজ্ঞতা হবে। ট্রাম্প উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করার হুমকি দিয়েছেন, যা আসলে পুরো পৃথিবীকেই একেবারে ধ্বংস করে দেয়ার মতো চরম হুমকি। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র হেরাল্ডের প্রতিবেদন নির্ভুল বলে জানিয়েছেন এবং ২৮ সেপ্টেম্বর তারিখ উল্লিখিত চিঠিটি সঠিক বলে উল্লেখ করেছেন। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ