মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হলিউডের অনেক চলচ্চিত্রে দেখা গেছে যন্ত্রমানবের সঙ্গে প্রেম। চলচ্চিত্রের সেই পর্দা ছাড়িয়ে বাস্তব জগতেও ঘটতে যাচ্ছে সেই ঘটনা। রোবট নয়, স¤প্রতি নানান দেশেই চাহিদা বাড়ছে ‘সেক্স ডল’-এর। সেই চাহিদার হিসেব কষেই জার্মানিতে স¤প্রতি চালু হয়েছে ‘সেক্স ডল’ যৌনপল্লী। ‘বোরডল’ নাম দেয়া হয়েছে স্কারলেট-লিট স্ট্রিটের ডর্টমন্ডের ওই যৌনপল্লীর। ২৯ বছর বয়সী ইভেলিন সুয়ার্জ নামের এক নারী সেই যৌনপল্লী চালান। নিজস্ব ওয়েবসাইটও রয়েছে এই পল্লীর। চালু হওয়ার পর দ্রæতই জনপ্রিয় হয়ে উঠছে বোরডল। ইভেলিন সুয়ার্জ জানান, নানান রকমের পুতুলের ব্যবস্থা রাখা হয়েছে খদ্দেরের চাহিদার কথা মাথায় রেখে। সুন্দরী তরুণীর আদলে তৈরি ১১ টি ‘সিলিকন’ পুতুল রাখা হয়েছে সেখানে, যাদের আবার আলাদা আলাদা নামও দেয়া হয়েছে। ৩০ কেজি ওজন প্রতিটি পুতুলের। প্রায় দুই হাজার ইউরো দামে এশিয়া থেকে আমদানি করা ওই পুতুলগুলো। পছন্দের পুতুলের জন্য নাকি কোনো কোনো খদ্দের বিশেষ পোশাকও নিয়ে আসেন। এমনটাই দাবি করেছেন ইভেলিন। ইভেলিনের ভাষায়, সমাজের বিভিন্ন পেশার, বিভিন্ন শ্রেণির মানুষ এখানে খদ্দের হিসেবে আসেন। সেই বিবেচনায় পুতুল যৌনকর্মীদের উচ্চতা, চুলের রঙ এবং শারীরিক গঠন ভিন্ন ভিন্ন রাখা হয়েছে। ‘ব্রথেল’ নামের পুতুল সেখানে সবচেয়ে জনপ্রিয়। জাপানি মেয়ের আদলে তৈরি ‘ব্রথেল’ নীল নয়না। খদ্দেরের চাহিদা মেটাতে ব্রোথেলের ডাক পড়ে দিনে অন্তত ১২ বার। ৭০ শতাংশ খদ্দের একাধিক বার সেখানে গেছেন বলে দাবি যৌনপল্লীর মালিকের। ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।