মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকানরা প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের প্রতি যথার্থ সম্মান দেখাচ্ছে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এক আলোচনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিষয়ে কিছু বলতে সাংবাদিকদের এক অনুরোধের প্রেক্ষিতে এমন মন্তব্য করেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমেরিকার জনগণই তাকে নির্বাচিত করেছেন এবং এজন্যই তাকে দেশটির জনগণের সম্মান দেখানো উচিত, এমনকি আপনি যদি তার কোনো সিদ্ধান্তে একমত নাও হন। ট্রাম্পের প্রতি অসম্মান প্রদর্শনকে ‘অমার্জনীয়’ আখ্যা দিয়ে পুতিন বলেন, আপনি তার সিদ্ধান্ত নিয়ে ‘তর্ক-বিতর্ক’ করতে পারেন, কিন্তু অসম্মান জানাতে পারেন না। এ সময় ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের নিরঙ্কুশ জয়ের কথাও উল্লেখ করেন পুতিন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশটির বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশ ও বারাক ওবামা। তাদের কণ্ঠে ঝরেছে তীব্র তিরস্কারও। ট্রাম্পের আগের দুই মেয়াদের প্রেসিডেন্ট বারাক ওবামা স্বদেশের নাগরিকদের প্রতি আহŸান জানিয়েছেন ‘ভয়ভীতি’ ও ‘বিভাজনের’ রাজনীতি প্রত্যাখ্যান করতে। আর ওবামার আগের দুই মেয়াদের প্রেসিডেন্ট বুশ সমালোচনা করেছেন জনজীবনে ‘হানাহানি ও কুসংস্কার’ ছড়িয়ে পড়ার বিষয়ে। গত বৃহস্পতিবার পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সাবেক দুই প্রেসিডেন্ট। ডেমোক্রেটিক পার্টির ওবামা এবং ট্রাম্পেরই দল রিপাবলিকান পার্টির বুশ অবশ্য তাদের বক্তৃতায় প্রেসিডেন্টের নাম উল্লেখ করেননি। রয়টার্স, আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।