মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে গত এক বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩৮৩ জন সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে ৫৬ জন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এবং ৪২ জন জম্মু-কাশ্মিরে প্রাণ হারান; আর অন্যরা পুলিশ বাহিনীর। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান রাজিভ জেইন গতকাল শনিবার এ তথ্য জানান। পুলিশ স্মৃতি দিবসের অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজিভ জেইন জানান, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে আগস্ট ২০১৭ পর্যন্ত সারাদেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে গিয়ে তিনশ ৮৩ জন পুলিশ নিহত হয়েছেন। তিনি আরও জানান, তাদের মধ্যে ৭৬ জন উত্তর প্রদেশের পুলিশ, ৫৬ জন বিএসএফ-এর, ৪৯ জন সিআরপিএফ, ৪২ জন জম্মু-কাশ্মির পুলিশের, ২৩ জন ছত্তিশগড়ে, ১৬ জন পশ্চিমবঙ্গে, ১৩ জন দিল্লিতে, ১২ জন বিহার ও কর্ণটকে এবং ১১ জন ইন্দো-তিব্বতিয়ান সীমান্ত বাহিনীর। পাকিস্তানের সঙ্গে বন্দুকযুদ্ধে এবং জম্মু ও কাশ্মিরে সহিংসতায় বেশিরভাগ পুলিশ নিহত হয়েছেন।
এছাড়া বিভিন্ন স্থানে দায়িত্বপালন করতে গিয়ে তারা প্রাণ হারিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।