Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

‘মেসির বিয়ের দিনই জানিয়েছিলেন নেইমার’

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : নেইমারের বার্সেলোনা ছেড়ে যাওয়া নিয়ে জল কম ঘোলা হয়নি। অবশেষে ব্রাজিলীয়ান তারকা তার ইচ্ছানুযায়ী ফ্রান্সের ক্লাব পিএসজিতে নাম লেখান। গেল আগস্টের ইই ট্রান্সফারের জন্য প্যারিসের ক্লাবকে মেটাতে হয় রেকর্ড ২০০ মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজ। এ খবর এখন পুরোনো। নতুন খবর হলো, লিওনেল মেসির বিয়ের দিনই নাকি বার্সার ছাড়ার বিষয়টি সতীর্থদের জানিয়েছিলেন নেইমার।
এমনটাই দাবি সাবেক বার্সা অধিনায়ক জাভির। নেইমারের সাথে দু’বছর কাতালান জার্সিতে খেলেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। বিবিসি ওয়ার্ল্ড ফুটবল শো’তে জাভি বলেন, “সে (নেইমার) মেসির বিয়ের দিন আমাদের বলেছিল যে সে ক্লাব পরিবর্তন করতে চায়।’ আমি তাকে বলেছিলাম, ‘কিন্তু কেন?’ সে বলেছিল, ‘আমি বার্সেলোনায় ভালো নেই। আমি এই জায়গা ছাড়তে চাই ইউপোরে পিএসজির হয়ে নতুন অভিজ্ঞতা নেয়ার জন্যে এবং শেষ পর্যন্ত সে সেটাই করেছে। এটা তার একার সিদ্ধান্ত ছিল। তার সিদ্ধান্তকে আমাদের শ্রদ্ধা দেখাতেই হবে।’
পিএসজিতে এসে কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাভানির সাথে গড়েছেন নতুন ট্রায়ো। যে ট্রায়ের কাঁধে চড়ে দুর্বার গতিতে এগিযে চলেছে পিএসজি। প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে গ্রæপ পর্বের তিন ম্যাচেই এখনো তারা অপরাজিত। সাবেক সতীর্থকে শুভকামনা জানাতেও ভোলেননি জাভি, ‘আমি মনে করি নেইমার ও এমবাপ্পের সাথে এই মৌসুমে পিএসজির সামনে বড় সুযোগ চ্যাম্পিয়ন্স লিগ জেতার।’
ক্যারিয়ারের মধুলগ্নে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন বলে জানান ৩৭ বছর বয়সী। কিন্তু সেই প্রস্তাবে সাড়া না দেয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি সবসময় বার্সেলোনাকে নিয়েই ভেবেছি, এটা আমার প্রিয় দল। বার্সেলোনাকে আমি আমার হৃদয় নিয়ে অনুভব করি কারন এটাই আমার ক্লাব।’
দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে কাতালান জার্সিতে ৫০৫ ম্যাচে অংশ নেন। এসময় ৮টি লা লিগা, ৩টি কোপা দেল রে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ জিতেছেন ২৫টি শিরোপা। ২০১৫ সালে বার্সেলোনা থেকে অবসর নেন জাভি। এরপর থেকে তিনি খেলে আসছেন কাতারি ক্লাব আল সাদে। তবে খুব তাড়াতাড়িই সব ধরনের ফুটবল থেকে অবসরে যাবেন বলে জানান স্পেনের হয়ে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ী এই তারকা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ