Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাগবি ও শুটিংয়ে সেরা সেনাবাহিনী

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার: জাতীয় রাগবি ও শুটিং প্রতিযোগিতায় সেরার খেতাব জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাগবিতে ফরিদপুরকে ৫৭-০ এবং চট্টগ্রাম জেলাকে ৮০-০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় জাতীয় রাগবি প্রতিযোগিতা। এছাড়া ১১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ২৯তম জাতীয় শুটিং প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেনাবাহিনী। তারা ২৩ ইভেন্টের মধ্যে ২২টিতে অংশ নিয়ে ৯ স্বর্ণ, ৯ রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জপদক জিতে সেরা হয়। প্রতিযোগিতায় ৩৬টি ক্লাবের ৩৫০ জন শুটার অংশ নেন।
ব্যাটিং ধসে লঙ্কানরা
স্পোর্টস ডেস্ক : এ যেন আগের ম্যাচগুলোরই পুনারাবৃত্তি! পাকিস্তানী বোলারদের সামনে অসহায় শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ। এবার তারা অল-আউট হয়েছে ৪৩.৪ ওভারে মাত্র ১৭৩ রানে। সেটাও শেষ ৩ উইকেটে ৭৪ রান যোগ করার পর।
এবারো ৩৭ রানে ৩ উইকেট নিয়ে পাক বোলারদের সামনে থেকে নেতৃত্ব দেন হাসান আলী। ২টি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম ও শাদব খান। অভিষিক্ত উসমান খান ৬.৩ ওভারে ৩৮ রানের খরচায় নেন ১ উইকেট। শ্রীলঙ্কার হয়ে অভিষিক্ত সামারাভিকরামা কোন রান না করেই বোল্ড হন ইমাদ ওয়াসিমের বলে। সর্বোচ্চ ৬২ (৯৪ বলে) রান করেন থিরিমান্নে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রানে অপরাজিত থাকেন দশ নম্বর ব্যাটসম্যান লাকমাল। সিরিজ ৪-০ করতে পাকদের দরকার ১৭৪ রান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ