Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাঁতার

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 স্পোর্টস রিপোর্টার : এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। যার নামকরণ হবে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা’। যে আসরে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ অংশ নেবে। গতকাল এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। তবে নানা জটিলতায় এ আসর আয়োজনে বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি। যার মধ্যে অন্যতম হচ্ছে মিরপুরস্থ জাতীয় সুইমিং কমপ্লেক্সের ইলেকট্রনিক স্কোরবোর্ড ও ডাইভিং অকেজো থাকা। এগুলো মেরামতের জন্য বরাদ্দকৃত বাজেট পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়ার পরও অর্থ হাতে পাচ্ছে না সুইমিং ফেডারেশন। ফলে স্কোরবোর্ড ও ডাইভিং মেরামত না হওয়ায় আটকে আছে জাতিরজনকের নামে আন্তর্জাতিক মানের এই টুর্নামেন্টটি। এ প্রসঙ্গে এমবি সাইফ বলেন, ‘অনেক প্রত্যাশা নিয়ে আমরা চেষ্টা করছি। এশিয়ান সুইমিং ফেডারেশনকেও জানানো হয়েছে। কিন্তু পরিকল্পনা মন্ত্রনালয় থেকে বরাদ্দকৃত অর্থ ছাড় পেলেও ফাইলটি কোথায় যে আটকে রয়েছে তা বলতে পারছি না। তাই দিনক্ষণও চুড়ান্ত করতে পারছি না বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা আয়োজনের। তবে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী বছরের মার্চ কিংবা এপ্রিল মাসে এই প্রতিযোগিতা আয়োজন করবো।’

দীর্ঘ দিন ধরেই নষ্ট মিরপুরস্থ জাতীয় সুইমিং কমপ্লেক্সের স্কোরবোর্ড। ২০১০ ঢাকা সাউথ এশিয়ান (এসএ) গেমসের সময় বসানো হয়েছিল এই স্কোরবোর্ডটি। কিন্তু এরপর থেকেই তা বিকল হয়ে পড়ে আছে। প্রতি বছর জাতীয় প্রতিযোগিতার আগে এটি সংস্কারের উদ্যোগ নেয়া হলেও তা আর বাস্তবায়ন হয়নি। আর্থিক সংকটের কারণেই এমনটা হচ্ছে বলে জানা গেছে। তাছাড়া নিজস্ব কমপ্লেক্সে ডাইভিং থাকার পরও সংস্কারের অভাবে সেখানে ডাইভিং প্রতিযোগিতা করতে পারছে না ফেডারেশন। ফলে প্রতি বছরেই জাতীয় প্রতিযোগিতার ডাইভিং ইভেন্টটি অনুষ্ঠিত হয় নৌবাহিনীর ডাইভিংয়ে।
দু’টি গুরুত্বপূর্ণ বিষয়ের সুরাহা করতেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতার আয়োজন করতে চাইছে সুইমিং ফেডারেশন। যে আসরে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ। এর প্রেক্ষিতে ১০ কোটি টাকার একটি বাজেট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা। পরে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সেই বরাদ্দ চাওয়া অর্থের ছাড়ও নাকি দেয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে ওই ফাইলটি কোথায় পড়ে রয়েছে তা জানেন না স্বয়ং ফেডারেশনের সাধারণ সম্পাদকও। এ নিয়ে সাইফের কথা, ‘স্কোরবোর্ড ও ডাইভিংসহ অন্যান্য সংস্কারের জন্য ১০ কোটি টাকার বরাদ্দ চাওয়ার প্রেক্ষিতে ছাড়ও হয়েছে। এছাড়া টুর্নামেন্টটি পুলে গড়ানোর জন্য আরও এক কোটি টাকার বাজেটও করেছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রীকেও বিষয়টি জানিয়েছি। এশিয়ান সুইমিং ফেডারেশনের কাছ থেকেও অনুমোদন নিয়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ