প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : এবার বিস্কুটের বিজ্ঞাপনে মডেল হলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তার এই বিজ্ঞাপনচিত্রের কথা নিজেই ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন। তিনি জানান, ডেকো কুকিজ নামে এ বিজ্ঞাপনটির শূটিং শেষ হয়েছে। গতকাল তেজগাঁওস্থ কোক স্টুডিওতে এর শূটিং হয়। এটি নির্মাণ করছেন মেহেদি হাসিব। বিজ্ঞাপনের দৃশ্যে দেখা যাবে, মিমের চলাফেরা জীবনযাপনে বেশ প্রভাব বিস্তার করছে এই বিস্কুট। কুকিজ বিস্কুট ছাড়া তার চলে না। নিজেকে সংবরণও করতে পারছেন না। মেহেদি হাসিব জানিয়েছেন, মডেল হিসেবে মিমের বেশ জনপ্রিয়তা রয়েছে। তাই তাকে নিয়ে কাজটি করছি। তাকে পণ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করা হয়েছে। বিজ্ঞাপনে জ্যাজ ধাঁচের জিঙ্গেল ব্যবহার করা হয়েছে। দর্শক উপভোগ করবেন। এর সঙ্গীত পরিচালনা করছেন সন্ধী। বিজ্ঞাপনটিতে ফ্যাশন ফটোগ্রাফি আর প্রোডাক্ট ফটোগ্রাফি এ দুয়ের সম্মিলন ঘটানো হয়েছে। এর দুটি ভার্সন হবে। বাংলা আর ইন্ডিয়ান। ভারতের চারটি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারের কথা রয়েছে। এক সপ্তাহের মধ্যেই টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।