Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সজল

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মডেল ও অভিনেতা সজল এবার ব্র্যান্ড আ্যম্বাসেডর হলেন এমএসপি স্টিলের। গত ১৫ মার্চ এফডিসি’র ১ নম্বর ফ্লোরে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সজলকে মোজাম্মেল স্টিল পাইপ ইন্ড্রাস্টিজের এমএসপি স্টিলের ব্র্যান্ড আ্যম্বাসেডর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসপি স্টিলের চেয়ারম্যান মো. মোজাম্মেল হেসেন, ব্যবস্থাপনা পরিচালক মো. জোবায়ের হোসেন, এমএসপি’র বিজ্ঞাপনী সংস্থা এসএস কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল্লাহ সুমন, ম্যানেজিং পার্টনার মাজহার সুমন ও খালিদ আহসান। এ প্রসঙ্গে সজল বলেন, এমএসপি’র মত একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড আ্যম্বাসেডর হতে পেরে আমি আনন্দিত। এ দায়িত্ব আমার চলার পথে এক নতুন মাত্রা যোগ করবে বলে আমি আশা করি। অনুষ্ঠানের পরপরই এফডিসি’র ১ নম্বর ফ্লোরে আশরাফুল আলম রুবেলের নির্দেশনা ও সিনেমাটোগ্রাফিতে এমএসপি’র নতুর টিভি বিজ্ঞাপনচিত্রের নির্মাণ কাজ শুরু হয়। অ্যানিমেশন ও তথ্যনির্ভর এ বিজ্ঞাপনচিত্রটির সম্পাদনায় রয়েছেন নাহিদ হোসেন আকাশ ও দিপ ওয়ার্কস্মিথ। আগামী পহেলা বৈশাখ থেকে বিজ্ঞাপনচিত্রটি সকল টেলিভিশন চ্যানেল ও ভিজ্যুয়াল সোশ্যাল মিডিয়ার প্রচার হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান এস এস কমিউনিকেশন জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সজল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ