Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়াকে যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকার আহ্বান উ. কোরিয়ার

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে নেবে দ. কোরিয়া

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার কাছ থেকে একটি চিঠি পেয়েছে যেখানে দেশটি ক্যানবেরাকে ট্রাম্প প্রশাসন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। অপর এক খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়া নতুন করে দু’টি পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিগত কয়েক মাস ধরে উত্তপ্ত বিতর্কের পর গতকাল শুক্রবার তারা এ সিদ্ধান্ত নিলো। সংবাদ মাধ্যম জানায়, নিজেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে ধ্বংস করে দিতে পারে, উত্তর কোরিয়ার চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া এ হুমকি প্রত্যাখানের কথাও বলা হয়েছে। গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল উত্তর কোরিয়ার চিঠিটি পাওয়ার কথা জানান। চিঠিটি ইন্দোনেশিয়ার উত্তর কোরীয় দূতাবাস থেকে পাঠানো হয়েছে। চিঠির এক পৃষ্ঠায় পিয়ংইয়ং সুপ্রিম অ্যাসেম্বলির ফরেন অ্যাফেয়ার্স কমিটির স্বাক্ষর দেয়া ছিল। এ চিঠিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও পারমাণবিক পরীক্ষার কারণে উত্তর কোরিয়ার ওপর দেওয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের প্রভাব বলে মন্তব্য করেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলা হুমকি ও পাল্টা হুমকি বিনিময়ের মধ্যে অস্ট্রেলিয়াকে লেখা চিঠিটিকে ‘মামুলি গলাবাজি’ হিসেবেও অভিহিত করেছেন তিনি। টার্নবুল জানান, উত্তর কোরিয়ার চিঠিতে ‘ট্রাম্প প্রশাসনের জঘন্য ও বেপরোয়া কর্মকা-ের’ বিরুদ্ধে অবস্থান নিতে অন্যান্য সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। তাছাড়া চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয় ‘ভয়াবহ পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ জন্য যুক্তরাষ্ট্র দায়ী থাকবে। টার্নবুলের অভিযোগ করেন উত্তর কোরিয়া এ অঞ্চলে উত্তেজনা বাড়াতে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হুমকি দিচ্ছে। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্থানীয় রেডিও স্টেশন থ্রিএডব্লিউকে বলেন “তারা সার্কুলারের মতো এই ধরণের চিঠি আরও অনেক দেশে পাঠিয়েছে।”এর আগেও উত্তর কোরিয়া ক্যানবেরাকে এমন আহ্বান জানালেও গত সপ্তাহে ক্যানবেরাকে হুঁশিয়ার করে পিয়ংইয়ং বলেছে, কিম জং উনের শাসনের ব্যাপারে মার্কিন নীতি অনুসরণ করলে অস্ট্রেলিয়া ‘বিপর্যয় এড়াতে পারবে না’। খবরে আরো বলা হয়, স্টেট কমিশন দক্ষিণ কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় উলসান নগরীর কাছের শিন কোরি-৫ ও শিন কোরি-৬ পারমাণবিক চুল্লি নির্মাণের কাজ শেষ করার সুপারিশ করেছে। কমিশনের চেয়ারম্যান কিম জি-হিউন এক বিবৃতিতে বলেন, ‘আমরা এ দু’টি পারমাণবিক চুল্লির কাজ পুনরায় শুরু করার সুপারিশ করেছি।’ বিবিসি, এএফপি।



 

Show all comments
  • Ak Azad ২১ অক্টোবর, ২০১৭, ৯:২৬ পিএম says : 0
    ইনকিলাব পত্রিকা পড়তে আমার ভালো লাগে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ