মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন জোটের ড্রোন হামলায় পাকিস্তানের জামাত উল আহরার এক জঙ্গি নেতা নিহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীর এক মুখপাত্র। গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ওই জঙ্গি গ্রুপ পাকিস্তানি তালেবানের একটি অংশ। ড্রোন হামলায় ওমর খালিদ নামে এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। তিনি পাকিস্তানে বেশ কয়েকটি বড় বোমা হামলায় নেতৃত্ব দিয়েছেন। ওই মুখপাত্র আরও জানান, ড্রোন হামলায় আরও ৯জন জঙ্গিও নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, বিগত সপ্তাহে ড্রোন হামলার পরিমাণ বেড়ে গেছে। এই ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই জঙ্গি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সফরকে সামনে রেখেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।