Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের বড় জয়

ড্রয়ে বন্দী চ্যাম্পিয়ন কোরিয়া

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : হিরো এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ড্র করলেও সহজ জয় তুলে নিয়েছে ভারত। গতকাল বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে কোরিয়া ১-১ গোলে ড্র করে পাকিস্তানের সঙ্গে। দশম এশিয়া কাপে কোরিয়ার অবস্থা খুব একটা সুবিধের নয়। কারণ সুপার ফোরে ওঠলেও দু’টি ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। আগের দিন এগিয়ে থেকেও ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। আর কাল পাকিস্তানের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষ সময়ে এজাজ আহমেদের রিভার্স হিটে কোরিয়ার বোর্ডে বল আছড়ে পড়ে (০-১)। সেই গোল কোরিয়া শোধ দেয় চতুর্থ কোয়ার্টারে গিয়ে শোধ দেন লি নামইয়ং। ম্যাচের ৪৮ মিনিটে বৃত্তের বাইরে থেকে লি সিউঙ্গিলের পুশ। দুর্দান্ত কানেক্টে গোল করেন তিনি (১-১)। পরে আর এগিয়ে যেতে পারেনি কোরিয়া। দ্বিতীয় গোলের দেখা পায়নি পাকিস্তানও। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।
একই ভেন্যুতে সুপার ফোরে দিনের দ্বিতীয় ম্যাচে শিরোপা প্রত্যাশি ভারত দারুণ খেলে সহজেই ৬-২ গোলে হারায় মালয়েশিয়াকে। ভারতের পক্ষে আকাশদ্বীপ, হারমানপ্রিত, উথাপ্পা, গুরজান্ত সিং, সুনীল ও সরদার সিং একটি করে গোল করেন। মালয়েশিয়ার হয়ে দু’গোল শোধ দেন রহিম রাজি ও রোসলি রমাদান। এই জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ভারত। তারা সুপার ফোরের প্রথম ম্যাচে কোরিয়ার বিপক্ষে ড্র ও দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পেল। আগের ম্যাচে পাকিস্তানকে হারানোর ফলে ভারতের পরেই অবস্থান মালয়েশিয়ার। পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। আর সবার শেষে আছে পাকিস্তান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ