Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে হটিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : নিজ মাঠে বাংলােেদশর বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ নিশ্চিত করে ভারতকে হটিয়ে আবারো আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান পুনর্দখল করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটি দখলে নিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার কাছে শীর্ষ স্থান হারিয়েছে ভারত।
বাংলাদেশের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০৪ রানের জয় পায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এরফলে সর্বশেষ ৫২ ম্যাচ থেকে মোট ৬২৪৪ পয়েন্ট অর্জন করে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরেছে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন প্রোটিয়ারা।
পক্ষান্তরে নিজেদের শেষ ৫০ ম্যাচ থেকে ৫৯৯৩ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে নেমে গেছে ভারত। এর আগে নিজ মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজে হারিয়ে শীর্ষ স্থান দখল করেছিল ভারত।
আগামী ২২ অক্টোবর নিজ মাঠে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ শুরু করবে ভারত। আগামী বছর দক্ষিণ আফ্রিকা সফরের আগে ওয়ানডে ক্রিেেকটে শ্রীলংকাকে আতিথেয়তা দেবে ভারতীয় ক্রিকেট দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ