Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিনি হ্যান্ডবল শুরু আজ

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 

স্পোর্টস রিপোর্টার : শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে এটম গাম অনূর্ধ্ব-১২ স্কুল মিনি হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক-বালিকা)। এ আসরে ২৩টি স্কুল দল অংশ নিচ্ছে। এর মধ্যে বালক বিভাগে খেলবে ১৩টি ও বালিকা বিভাগে ১০টি স্কুল খেলবে। বালক স্কুলগুলো হলো- সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, হিড ইন্টারন্যাশনাল, সানি ডেল, ধানমন্ডি টিউটেরিয়াল, স্কলাসটিকা, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, সাউথ ব্রীজ স্কুল, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, শহিদ পুলিশ স্মৃতি কলেজ, সেন্ট গ্রেগরীজ, বি এ এফ শাহীন কলেজ। বালিকা স্কুলগুলো হলো- হিড ইন্টারন্যাশনাল, সানিডেল, ধানমন্ডি টিউটেরিয়াল, স্কলাসটিকা, সাউথ ব্রীজ স্কুল, শহীদ বীর উত্তম আনোয়ার কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ ও সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড: আহমদ কায়কাউস। এ সময় হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও প্রাণ কনফেকশনারীর প্রধান বিপণন কর্মকর্তা সাখাওয়াত আহমেদ উপস্থিত থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ